সর্দি-কাশি রয়েছে? শরীরে কী সামান্য হলেও তাপমাত্রা আছে, যদি তা থাকে তাহলে গঙ্গাসাগর যাওয়ার আগেই পড়তে হবে স্ক্যানারের মুখে। হবে কোভিড টেস্ট (COVID test)। সেই টেস্টে পাস হলে তবেই পাওয়া যাবে কলকাতা থেকে গঙ্গাসাগরের দিকে রওনা দেওয়ার ছাড়পত্র। এভাবেই গঙ্গাসাগরের পুণ্যস্নান কোভিড মুক্ত রাখার প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা তথা রাজ্য প্রশাসন।

গোটা দেশ তথা রাজ্যে কোভিড নিয়ে এখনও সেভাবে বাড়াবাড়ি পরিস্থিতি তৈরি না হলেও সতর্ক থেকে সেই পরিবেশকে স্বাভাবিক রাখতে চাইছে রাজ্য সরকার। কেন্দ্রের নির্দেশিকা অনুসারে কোভিডের নতুন সাবভ্যারিয়েন্ট প্রাণঘাতী না হলেও বেশি সংক্রামক। সেক্ষেত্রে সামান্য উপসর্গ দেখলে সতর্ক হতে পারলে এর ছড়িয়ে পড়া অনেকটাই আটকে দেওয়া সম্ভব। এবছর গঙ্গাসাগর মেলায় বিপুল ভিড়ের অনুমান করা হচ্ছে। যেহেতু কুম্ভমেলা নেই, তাই সারাদেশ থেকে সাধুসন্তদের সমাগম একটু বেশিই আশা করছে প্রশাসন।
এই বিপুল পরিমাণ জনসমাগমকে কোভিড থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বাবুঘাট, প্রিন্সেপঘাটের মতো জায়গাগুলিতে থাকছে থার্মাল গান (thermal gun)। শরীরে কোভিডের কোনও রকম উপসর্গ দেখা গেলে করা হবে পরীক্ষা। পাশাপাশি গঙ্গাসাগরে থাকছে পর্যাপ্ত মাস্ক ও স্যানিটাইজারের পরিষেবা। সেখানেও মেডিক্যাল ক্যাম্পে কোভিড পরীক্ষার ব্যবস্থা থাকছে। পুণ্যার্থীদের কোভিডের চিকিৎসার জন্য বেলেঘাটা আইডিতে বেডের ব্যবস্থা রাখা হচ্ছে।
শহর থেকে রওনা দেওয়া পুণ্যার্থীদের দেখভালে দ্বায়িত্ব কলকাতা পুরসভা, পুলিশ, জনস্বাস্থ্য কারিগরি দফতর (PHE) ও পূর্ত দফতরের (PWD) যৌথভাবে। কলকাতা থেকে রওনা দেওয়ার আগে পুণ্যার্থীদের সংক্রমণে নিয়ন্ত্রণ ও চিকিৎসা নিয়ে আশ্বাস দিয়েছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও।







































































































































