রাজ্য সরকার উত্তরের জেলাগুলির উন্নয়নের জন্য যে সব দিকে বিশেষ নজর দিয়েছে তার মধ্যে অন্যতম চা শিল্প ও তার সঙ্গে যুক্ত শ্রমিকরা। সেই উদ্দেশ্যেই চা সুন্দরী প্রকল্প এনেছিল রাজ্য সরকার (state government)। তবে সময়ের সঙ্গে সেই প্রকল্পেও বদলের প্রয়োজন হয়েছে। চা শ্রমিকদের প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভায় শিলমোহর লাগলো চা সুন্দরী প্রকল্পের পরিবর্তনে।
চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন চা বাগানের (tea garden) শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার কথা। চা সুন্দরী প্রকল্পে এবার থেকে আর রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেবেনা। তার বদলে প্রাপকদের জমির পাট্টা দেওয়া হবে। সেই সঙ্গে ধাপে ধাপে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে চা সুন্দরী প্রকল্পে সরকারি বাড়ি দেওয়া হত চা বলয়ের উন্নতিতে। কিন্তু পরিত্যক্ত জমি ও শ্রমিকদের প্রয়োজনের কথা মাথায় রেখেই প্রকল্পে বদলের ভাবনাচিন্তা করা হয়। সমীক্ষার পর শ্রমিকদের পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পুরোনো নিয়ম অনুযায়ী যে সব বাড়ি তৈরির কাজ চলছে তা সরকাকের পক্ষ থেকেই শেষ করা হবে।