ওড়িশার সঙ্গে বিমান পথে নতুনভাবে যুক্ত হতে চলেছে কলকাতা। এবার মাত্র দেড় ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে রৌরকেল্লা। আর দ্রুত বুকিং করলে সেই যাত্রা হবে সম্পূর্ণ বিনামূল্যে! অবাক করা হলেও এটাই পরিকল্পনা ওড়িশা সরকারের।

এতদিন ওড়িশার শুধুমাত্র ভুবনেশ্বরের সঙ্গে আকাশপথে যোগাযোগ ছিল কলকাতার। এবার তীর্থদর্শনের পাশাপাশি প্রকৃতিদর্শনেরও সুযোগ খুলে গেল। মূলত রৌরকেল্লা ও সংলগ্ন এলাকার পাহাড়, ঝর্ণা আর প্রাচীন অরণ্যে ভরা এলাকার পর্যটনশিল্পকে তুলে ধরতেই এই বিমান পরিষেবার পরিকল্পনা করে নবীন পট্টনায়ক পরিচালিত সরকার। প্রাথমিকভাবে একদিকের বিমান ভাড়া ১৯৯৯ টাকা থেকে শুরু।
সেই সঙ্গে ৩৫ বিমানযাত্রীর খরচ ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং প্রক্রিয়ায় বহন করবে রাজ্য সরকারই। অ্যালায়েন্স এয়ার কর্তৃপক্ষ এই রুটে সপ্তাহে তিনটি প্লেন চালাবে। মঙ্গল, বৃহস্পতি ও শনিবার দুই শহর থেকেই বিমান চলবে। কলকাতা থেকে সকাল ১১টায় রওনা দিয়ে বেলা ১২.৩০টায় রৌরকেল্লা পৌঁছাবে। আবার রৌরকেল্লা থেকে ৩.৫০-এ রওনা দিয়ে বিকাল ৫.২০-তে কলকাতায় পৌঁছাবে।








































































































































