অবৈধ মদের কারবার চালানোর অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা। গেরুয়া শিবিরের দাপুটে নেতার খামারে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হল ১৪ হাজার বেআইনি মদের বোতল। ঘটনাটি ঘটেছে কেরলের কোদাকারা এলাকার কাছে ভেল্লানচিরায়। বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতা ও তাঁর সঙ্গীকে।
কেরলের লালু নামের এক দাপুটে বিজেপি নেতার মুরগির খামারে অবৈধ মদের কারবারের গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে কেরল পুলিশ। ওই অভিযানে ১৪ হাজার বোতল অবৈধ বিদেশী মদ এবং ২,৪০০ লিটারেরও বেশি স্পিরিট বাজেয়াপ্ত হয়েছে। সামনে মুরগির খামার দেখিয়ে তলে তলে চলছিল বেআইনি মদের কারবার। কত দিন ধরে বিষয়টি চলছিল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় ৫০ বছর বয়সী লালু ও তার সঙ্গী লরেন্সকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, মুরগির খামারের ভিতরে ছিল একটি গোপন ঘর। তল্লাশি চালিয়ে সেই ঘর থেকেই ১৪ হাজার বেআইনি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, মদ এখানে বোতলজাত করা হয়নি। পাচারের আগে মাঝপথে এখানে রাখা হয়েছিল।