বেলগাছিয়ায় মেট্রো স্টেশনে আ.ত্মহত্যার চেষ্টা বৃদ্ধের! আরপিএফ কর্মীর তৎপরতায় বাঁচল প্রাণ

0
2

বেলগাছিয়া (Belgachia) মেট্রো স্টেশনে (Metro Station) আত্মহত্যার (Suicide) চেষ্টা এক বৃদ্ধের। বয়স ৭৩ বছর। বুধবার ট্রেন প্ল্যাটফর্মের কাছাকাছি আসতেই বৃদ্ধ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু সেই মুহূর্তে তাঁকে প্রাণে বাঁচলেন এক কর্তব্যরত আরপিএফ। সপ্তাহের কর্মব্যস্ত দিনে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বুধবার সকালে বেলগাছিয়া মেট্রো স্টেশনে এক বৃদ্ধের আত্মহত্যার চেষ্টার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে বেলগাছিয়া মেট্রো স্টেশনের দমদমের দিকে যাওয়ার প্রান্তে। ডাউন লাইনের পাশের প্ল্যাটফর্মে। সেখান থেকেই ওই বৃদ্ধকে উদ্ধার করে এনে স্টেশন ম্যানেজারের অফিসে বসান ওই আরপিএফ কর্মী। ততক্ষণে তাঁকে ঘিরে ভিড় জমান মেট্রোর কর্মীরা। তবে মেট্রো কর্তৃপক্ষের প্রশ্নের মুখে বৃদ্ধ স্বীকার করে নেন আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি। পারিবারিক অশান্তি সহ্য করতে না পেরেই সিদ্ধান্ত নিয়েছিলেন নিজেকে শেষ করে দেওয়ার। তিনি ভাবতে পারেননি কেউ তাঁকে বাঁচাতে আসবেন।

বৃদ্ধের কথা শোনার পরই মেট্রোর তরফে যোগাযোগ করা হয় তাঁর পরিবারের সঙ্গে। পরে পৌনে ৮টা নাগাদ বিষয়টি জানানো হয় উল্টোডাঙ্গা থানায়। ৮টা ৪০ মিনিট নাগাদ তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।