বড়দিনের উৎসবে মেতে উঠেছে তিলোত্তমা কলকাতা। রঙিন আলোয় ঝলমল করছে পার্কস্ট্রিট সহ শহরের বিভিন্ন এলাকা। রবিবার রাত থেকেই জনজোয়ার পার্কস্ট্রিট চত্বর। তবে দৌরাত্ম্য দেখা গিয়েছে বাইকের। একের পর এক বেপরোয়া আরোহী ভেঙেছে ট্রাফিক আইন।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে মোট ৪৫৯টি মামলা দায়ের হয়েছে। হয়েছেন ৩২৫ জন। মদ খেয়ে গাড়ি চালানো, হেলমেট না পরা, অশালীন আচরণ সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গোটা শহর থেকে ৪১.৪ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে কোনও বাইক বা গাড়ি বাজেয়াপ্ত করার ঘটনা ঘটেনি।
হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে মামলা রুজু হয়েছে ১৪১ জনের বিরুদ্ধে। দু’জনের বেশি একটি বাইকে চাপার অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর সংখ্যা ৮৪ জন।
মদ্যপান করে গাড়ি-বাইক চালানো, বিপজ্জনকভাবে গাড়ি চালানো ইত্যাদি নানা কারণে মোট ২৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।