আজ লাল-হলুদের সামনে ওড়িশা, প্রতিপক্ষকে সমীহ কুয়াদ্রাতের

0
2

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ওড়িশা এফসি। টানা চার ম্যাচ অপরাজিত। শেষ তিন ম্যাচে কোনও গোল হজম করেনি দল। তবুও সতর্ক কার্লোস কুয়াদ্রাত। শুক্রবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ওড়িশা এফসি। সেই ওড়িশা, যাদের বিরুদ্ধে আইএসএলে ছ’টি ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে লাল-হলুদ। জয় মাত্র একটিতে। তবে বিপক্ষকে সমীহ করলেও, শুক্রবার তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান কুয়াদ্রাদ।

এই নিয়ে ইস্টবেঙ্গল কোচের বক্তব্য, “ওড়িশা শক্তিশালী দল। তবে আমরা ঘরের মাঠে খেলব। ইতিবাচক ফুটবল খেলে তিন পয়েন্ট সংগ্রহ করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও যোগ করেছেন, “ওড়িশা দলে রয় কৃষ্ণ এবং আহমেদ জাহুর মতো বিদেশিরা রয়েছে। ভারতীয় ফুটবলাররাও খুব ভাল। ওরা সেটপিসে ভয়ঙ্কর। তবে আমাদেরও পরিকল্পনা তৈরি থাকছে। আশা করি, কাল আমার ফুটবলাররা মাঠে নেমে সেই পরিকল্পনাকে কাজে লাগাবে।”

চলতি বছরে এটাই ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার সাতে রয়েছেন ক্লেটন সিলভারা। শুক্রবার জিতলে প্রথম ছয়ে ঢুকে পড়বে লাল-হলুদ। কুয়াদ্রাত বলছেন, “বছরের শেষটা ভাল জায়গায় থেকে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।” এদিকে, ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে ওড়িশা। অ্যাওয়ে ম্যাচেও রয় কৃষ্ণদের লক্ষ্য ৩ পয়েন্ট।

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জিততেই কোহলির আসনে রাহুল