১) জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নেমছিল কে এল রাহুলের দল। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারায় ভারতীয় দল।

২) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেটে জয় ভারতীয় দল। এই ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন অর্শদীপ সিং। একাই নেন পাঁচ উইকেট। আর এই উইকেটের সুবাদে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন অর্শদীপ সিং।

৩) শনিবার ছিল অনুর্ধ্ব-১৭ যুব লিগে ডার্বি। আর ছোটদের ডার্বি হারের পর ইস্টবেঙ্গলের যুব দলের এক ফুটবলারের বিরুদ্ধে বয়স ও নাম ভাঁড়ানোর অভিযোগ এনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান।

৪) সদ্য রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নতুন অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। আর এরপর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না মুম্বইয়ের। আর এর মধ্যেই জল্পনা। সূত্রের খবর, ব্যক্তিগত কারণে নাকি মুম্বইয়ের মেন্টর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সচিন তেন্ডুলকর।

৫) ফের ফুটবল দুর্ঘটনা। মাঠে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হলেন ইংলিশ প্রিমিয়ারে খেলা এক ফুটবলার। শনিবার ছিল লিউটন টাউন বনাম এএফসি বোর্নমাউথ ম্যাচ। সেই ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন লিউটনের অধিনায়ক টম লকার। বন্ধ করে দেওয়া হয় ম্যাচ।
আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ








































































































































