বড়দিনের পরই শুরু সোদপুর থেকে ব্যারাকপুুুর বিটি রোড সম্প্রসারণের কাজ

0
2

ক্রমাগতই যাববাহনের চাপ বেড়েছে বিটি রোডের ওপর। ইতিমধ্যেই ডানলপ থেকে সোদপুর প্রথম পর্যায়ের রাস্তার চওড়া করা হয়েছে। কিন্তু থেকে সোদপুর থেকে বারাকপুর পর্যন্ত সম্প্রসারণ না হওয়ার ফলে যানজট থেকেই গিয়েছে। এবার সোদপুরের ট্র্যাফিক মোড় থেকে ব্যারাকপুরের চিড়িয়ামোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে। প্রায় ৭৫ কোটি টাকা ব্যয়ে চলতি মাসের ২৬ ডিসেম্বর থেকে কাজ শুরু হবে বলে ওই দফতর সূত্রে জানা গিয়েছে। একইসঙ্গে ডানলপ থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত বিটি রোডের বাকি অংশেও পিচ তুলে দিয়ে নতুন করে সংস্কার করা হবে বলে জানা গিয়েছে।

বিটি রোডের সম্প্রসারণ ও সংস্কার পরিকল্পনা নিয়ে সম্প্রতি পূর্ত দফতরের কর্তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে কাজের দিন ক্ষণ স্থির করার পাশাপাশি দখলদার মুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোদপুর ট্র্যাফিক মোড় থেকে ব্যারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত বিটি রোডের দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার। যে ভাবে বিটি রোডের উপর গাড়ির চাপ বাড়ছে তাতে যানজট এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ওই অংশে। জানা গিয়েছে, বিটি রোডের দু’পাশের রাস্তা চার মিটার করে চওড়া করে ছয় লেনের রাস্তা করা হবে। দুই অভিমুখেই সাড়ে এগারো মিটার করে রাস্তা চওড়া হবে। শুধু তাই নয়, ডানলপ থেকে সোদপুরের ধাঁচে রাস্তার মাঝের লোহার রেলিংয়ের ডিভাইডার সরিয়ে বুলেভার্ড ডিভাইডার করা হবে। যেখানে লাগানো হবে বিভিন্ন ধরনের গাছ। নির্দিষ্ট ওই অংশে নতুন করে আলোয় রাস্তা সাজানো হবে।

আরও পড়ুন- মঞ্চে পারফরমেন্স সেলেব সন্তানদের, উচ্ছ্বসিত বাবা-মা