সদ্য রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নতুন অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। আর এরপর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না মুম্বইয়ের। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা একধাক্কায় কমে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ফ্র্যাঞ্চাইজির জার্সি পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন সমর্থকরা। আর এতে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরাট ব্র্যান্ড ভ্যালু।

আর এর মধ্যেই জল্পনা বাড়িয়ে দিল মুম্বইয়ের মেনটর সচিন তেল্ডুলকরের অবস্থান। সূত্রের খবর, ব্যক্তিগত কারণে নাকি মুম্বইয়ের মেন্টর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সচিন তেন্ডুলকর। যদিও এই নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি মুম্বই ইন্ডিয়ান্স অথবা সচিন তেন্ডুলকর ।

আর ক্ষেত্রে সচিন যদি সরেও দাঁড়ান তাতে বিতর্ক আরও বাড়বে। এমনিতে সচিন আইপিএল কেরিয়ারে পুরোটাই খেলেছেন নিজের শহরের ফ্র্যাঞ্চাইজির জার্সিতে। এমনকি খেলোয়াড়ি জীবনে ইতি টানার পরেও মেন্টর হিসাবে রয়ে গিয়েছেন দলের সঙ্গে। ফ্র্যাঞ্চাইজির বহু উত্থান পতনের সাক্ষী তিনি। ক্রিকেটার হিসেবে আইপিএল না জিতলেও কোচিং স্টাফের অংশ হিসাবে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন পাঁচবার।

রোহিত শর্মাকে অন্যায় ভাবে সরিয়ে দেওয়া হয়েছে নেতৃত্ব থেকে। আর তারপরেই সচিনের পদত্যাগ পত্রের জল্পনা। আর এতেই নেটিজেনরা গন্ধ পাচ্ছেন। পুরোটাই ব্যক্তিগত কারণে নাকি রোহিতের জন্য অপমান সহ্য না করতে পেরে সচিন তেন্ডুলকরের এই সিদ্ধান্ত, তা নিয়ে ক্রিকেট মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন:প্রথম একদিনের ম্যাচে প্রোটিয়াদের ৮ উইকেটে হারালো টিম ইন্ডিয়া









































































































































