আগামীকাল অর্থাৎ রবিরার রাজ্যে সেট পরীক্ষা। পরীক্ষার আগের দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। প্রসঙ্গত, এবার মোট ৭৯,১৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। ৩৩টি বিষয়ের উপর ১১১টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন। প্রথম পেপারের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় পেপারের পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে যা চলবে দুপুর দুটো পর্যন্ত।

সেট পরীক্ষাগ্রহণ ঘিরে চূড়ান্ত পর্যায়ের সতর্ক কমিশন। নিরাপত্তার দিকটি বিশেষভাবে খতিয়ে দেখবে কমিশন। পাশাপাশি পরীক্ষার প্রশ্ন থেকে ওএমআর সবই থাকবে কলেজ সার্ভিস কমিশনের নখদর্পণে। মোবাইল অ্যাপের মাধ্যমে ‘ট্র্যাক’ করা হবে পরীক্ষার প্রশ্ন এবং ওএমআর। জিপিএস প্রযুক্তির মাধ্যমে এই নজরদারি চালানো হবে। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছনো থেকে পরীক্ষা শেষে উত্তরপত্র নির্দিষ্ট জায়গায় পৌঁছনো। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর পাশাপাশি সব জেলায় থাকবেন নোডাল অফিসারও। এছাড়াও প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কমিশনের প্রতিনিধি হিসাবে দুই জন করে অবজার্ভারও রয়েছেন।
আরও পড়ুন- বাঁচার চেষ্টায় সাদা পতাকা, তবুও ইজরায়েলি সেনার গু.লিতে মৃ.ত্যু ৩ পণবন্দির




 
 
 
 






























































































































