ফের সংসদের নিরাপত্তা নিয়ে অমিত শাহকে তোপ শশীর

0
4

সংসদে নিরাপত্তা লঙ্ঘন নিয়ে ফের রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শশী পাঁজা। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে বলে দাবি করছেন অমিত শাহ। শুক্রবার তারই পাল্টা জবাবে গোটা ঘটনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে দায়ী করলেন।

শশী পাঁজার কথায়, এই ঘটনার সম্পূর্ণ দায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেওয়া উচিত। তাঁকে ব্যাখ্যা করতে হবে কেন অন্যান্য দিন ৩০০ জন নিরাপত্তা রক্ষী থাকলেও ১৩ ডিসেম্বরে শুধুমাত্র ১৭৬ জন ছিলেন। যে ঘটনা ঘটেছে তা আমাদের জাতীয় ও আন্তর্জাতিক লজ্জার কারণ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

উল্লেখ্য, সংসদ কাণ্ড নিয়ে বৃহস্পতিবার প্রতিবাদ করায় তৃণমূল সহ বিরোধীদের ১৫ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। বিষয়টি নিয়ে সরব হয়ে শশী পাঁজা বলেছিলেন,
জাতীয় নিরাপত্তা নিয়ে প্রতিবাদ না করলে কি নিয়ে প্রতিবাদ করবে। যখন প্রতিবাদ করা হচ্ছে তখন সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। কাপুরুষ বিজেপি বিতর্কে অংশগ্রহণ করল না। পার্লামেন্টে এমন ঘটনা ঘটলে দেশও সুরক্ষিত নয়। কেন এত সিকিউরিটির অভাব। নতুন সংসদ ভবনের জন্য এত খরচ হল, কিন্ত নিরাপত্তা নেই। নতুন সংসদে নিরাপত্তা তাও ঠিক নেই। এই ঘটনার দায়িত্ব কি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন? নাকি বিরোধীদের জন্য আলাদা আইন আর বিজেপির জন্য আলাদা আইন সংসদে? মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হলে প্রতাপ সিমহাকে কেন বহিষ্কার নয়?