অবশেষে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের হারের পর এতদিন বিশ্বকাপ ফাইনাল নিয়ে কোন মন্তব্য করেননি রোহিত। তবে এদিন মুখ খুললেন তিনি। বিশ্বকাপের ফাইনালে হারের পরেও পাশে থাকার জন্য রোহিত সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

রোহিত বলেন, “বিশ্বকাপের পর স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে গিয়েছিল। কী করব বুঝতে পারছিলাম না। তাই ক্রিকেট থেকে দূরে ছিলাম। কিন্তু সমর্থকেরা আমার কাছে এসেছেন, তাঁরা আমার পাশে ছিলেন। পুরো বিশ্বকাপে আমরা যে ভাবে খেলেছি, সেটার জন্য প্রশংসা করছেন। খারাপ লাগছিল সমর্থকদের জন্য। ওরা সব সময় পাশে ছিল। স্বপ্ন দেখছিল আমরা বিশ্বকাপ জিতব। বিশ্বকাপের সময় আমরা যেখানে যেখানে গিয়েছি, সকলে সমর্থন করেছেন। মাঠে যাঁরা এসেছেন, বাড়ি বসে যাঁরা দেখছেন, সকলে আমাদের পাশে ছিলেন। তাঁদের সকলকে ধন্যবাদ। কিন্তু এই নিয়ে ভাবতে গেলেই আমার মধ্যে হতাশা কাজ করে। আমরা এই সমর্থকদের শেষ পর্যন্ত আনন্দ দিতে পারিনি।”

এরপর রোহিত আরও জানান, “ক্রিকেটারদের উপর কী ধরনের চাপ থাকে সেটা সমর্থকদেরও বুঝতে হয়। আমরা খুবই ভাগ্যবান যে, এমন হারের পরেও সমর্থকেরা রাগ, ক্ষোভ কোনও কিছুই দেখাননি। বরং ভালবাসা জানিয়েছেন। খুব ভাল লেগেছে এটা দেখে। আমরা আবার নতুন ভাবে শুরু করব। আবার পুরস্কার জয়ের জন্য ঝাঁপাব।”

বিশ্বকাপে ভারত টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:বিরাটের থালায় ‘মক চিকেন টিক্কা’, ছবি পোস্ট হতেই আগ্রহ তুঙ্গে নেটিজেনদের










































































































































