শূন্য থেকে উঠে দাঁড়ানোর চেষ্টায় লোকসভা ভোটের আগে বামেদের ইনসাফ যাত্রা (Insaaf rally)। কংগ্রেসের সঙ্গে জোট করেও বিধানসভায় শূন্য পর পর নির্বাচনে ভরাডুবি। এই পরিস্থিতিতে লোকসভা ভোটকে পাখির চোখ করে এবার ইনসাফ যাত্রা শুরু করেছে বামেরা। ৩ নভেম্বর কোচবিহার থেকে ব়্যালি শুরু করে সিপিএমের যুব সংগঠন DYFI। রাজ্যের সব জেলা ঘুরে কলকাতায় পৌঁছাবে এই ব়্যালি।
বুধবার ৪১তম দিনে পড়েছে ইনসাফ ব়্যালি। এদিন হুগলির শ্রীরামপুর থেকে হাঁটা শুরু করেন DYFI রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়। একটি সমাবেশের আয়োজন করা হয় তেলেনিপাড়ায়। পরে ব়্যালিতে যোগ দেন বামপন্থী সঙ্গীতশিল্পী অর্ক মুখোপাধ্যায়।
৪১ দিন ধরে রাজ্যের ১৭টি জেলায় ঘুরেছে ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রা। লোকসভা ও বিধানসভায় শূন্য নেমে আসার পর রাজ্যের মাটি খোঁজার চেষ্টায় তাঁরা হেঁটেছেন প্রায় ১৬০০ কিমি পথ। এর আগেও বিধানসভা বা লোকসভা (Loksabha election) ভোটের আগে বামেদের বিভিন্ন সংগঠনের বহু মিটিং মিছিলে ভিড় দেখা যায়। কিন্তু তার প্রতিফলন ভোট বাক্সে পড়েনি। গত কয়েকটি নির্বাচনেই তরুণ মুখেরদের এগিয়ে দিচ্ছে আলিমুদ্দিন। তাতে উৎসাহ দেখা দিলেও ভোটের খরা কাটেনি। লোকসভার হাল ধরতে এগিয়ে দেওয়া হয়েছে যুব সংগঠনকে। ইনসাফ যাত্রা ঘিরে উৎসাহ থাকলেও তার কোনও প্রভাব ভোটে পড়বে না বলে মত বিরোধীদের।