বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল বাংলা

0
2

বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল বাংলা। এদিন কোয়ার্টার ফাইনালে বঙ্গ ব্রিগেডের মুখোমুখি হয়েছিল হরিয়ানার। সেই ম‍্যাচে হরিয়ানার কাছে ৪ উইকেটে হারে সুদীপ ঘরামির দল। ব‍্যর্থ গেল শাহবাজ আহমেদের লড়াকু শতরানের ইনিংস। ম‍্যাচে এদিন প্রথমে ব্যাট করে ২২৫ রান করে বাংলা। জবাবে ৪৫.১ ওভারে জয় তুলে নেয় হরিয়ানা। হরিয়ানার বল হাতে দাপট দেখান যুজবেন্দ্র চ‍্যাহাল। একাই তুলে নেন চার উইকেট। ব‍্যাট হাতে শতরান অঙ্কিত কুমারের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় হরিয়ানা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২২৫ রান করে বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে শতরান শাহবাজ আহমেদের। ২৪ রান করেন অভিষেক পোড়েল। ২১ রান করেন সুদীপ ঘরামি। এদিন ব‍্যাটে রান পাননি অনুষ্টুপ মজুমদার। ১৪ রান করেন তিনি। হরিয়ানার হয়ে চার উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল। দুটি করে উইকেট নেন সুমিত কুমার এবং রাহুল তেহটিয়া। একটি উইকেট নেন নিশান্ত সান্ধু।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় হরিয়ানা। হরিয়ানার হয়ে শতরান অঙ্কিত কুমারের। ১০২ রান করেন তিনি। মেনারিয়া করেন ৩৯ রান। একরান করেন যুবরাজ সিং। বাংলার হয়ে দুটি করে উইকেট নেন মহম্মদ কাইফ এবং প্রদিপ্ত প্রামাণিক। একটি করে উইকেট নেন ঈশান পোড়েল এবং শাহবাজ আহমেদ।

আরও পড়ুন:এএফসি কাপে মাজিয়ার কাছে ১-০ গোলে হারল মোহনবাগান