‘৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়’। সোমবার Article 370-এর সাংবিধানিক বৈধতা মামলায় এমনটাই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত(Supreme Court)। আদালতের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে জানালেন, “আশা, উন্নতি এবং ঐক্যের পথে অসাধারণ সিদ্ধান্ত।” একইসঙ্গে তাঁর বার্তা, কাশ্মীর ও লাদাখের জন্য যাবতীয় প্রতিশ্রুতি পূরণ করা হবে। সুফল পাবেন ৩৭০ ধারায় বঞ্চিত আমজনতাও।
সোমবার সুপ্রিম রায় প্রকাশ্যে আসার পর নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নেখেন, ”ভারতের সংসদ যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই বহাল রাখল শীর্ষ আদালত। আমাদের কাশ্মীরি ভাই-বোনদের আশা, উন্নতি ও ঐক্যের জন্য অসাধারণ সিদ্ধান্ত। ভারতীয় হিসাবে আমাদের পরিচয়কেই তুলে ধরা হয়েছে এই রায়ে। জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষের প্রতি সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে। ৩৭০ ধারা কার্যকর হওয়ায় যাঁরা বঞ্চিত হয়েছেন, তাঁদের কাছেও পৌঁছে যাবে উন্নয়নের সুফল। আজকের এই রায় কেবলমাত্র আইনের জয় না, ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার প্রতিশ্রুতি।”
Today’s Supreme Court verdict on the abrogation of Article 370 is historic and constitutionally upholds the decision taken by the Parliament of India on 5th August 2019; it is a resounding declaration of hope, progress and unity for our sisters and brothers in Jammu, Kashmir and…
— Narendra Modi (@narendramodi) December 11, 2023
প্রধানমন্ত্রীর পাশাপাশি সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। টুইট করে তিনি বলেন, “২০১৯ সালের ৫ অক্টোবর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর থেকেই উপত্যকায় শান্তি ফিরেছে। পর্যটন-সহ নানা ক্ষেত্রে উন্নতির হয়েছে।”