ধ.র্নামঞ্চে মাথা মু.ড়িয়ে প্রতিবাদ SLST চাকরিপ্রার্থীদের! “নাটকীয় কাণ্ড” তীব্র ক.টাক্ষ সৌগতর

0
3

নিয়োগ মামলা চলছে আদালতে। রাজ্য সরকার চাকরি দেওয়ার সবরকম চেষ্টা চালাচ্ছে। কিন্তু কোনও নির্দেশ দিলেই তার বিরুদ্ধে বিরোধীরা মামলা দায়ের করছে, যার ফলে আসছে স্থগিতাদেশের নির্দেশ- অভিযোগ শাসকদলের। এই পরিস্থিতি শনিবার, ধর্মতলার ধর্নামঞ্চে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানালেন SLST চাকরিপ্রার্থীরা। নাটকীয় কাণ্ড- তীব্র কটাক্ষ করেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়ের (Sougata Ray)।

তীব্র টানাপোড়েনে নিয়োগ মামলা চলছে আদালতে। এদিকে ১০০০ দিন ধরে ধর্মতলায় ধর্না-আন্দোলন চালাচ্ছেন SLST চাকরিপ্রার্থীরা। এদিন ধর্মতলায় প্রথমে মাথা মুড়িয়ে প্রতিবাদ করেন এক মহিলা চাকরি প্রার্থী। পরে আরও এক চাকরি মাথা ন্যাড়া করেন। রাসমণি পাত্র নামে মহিলা চাকরি প্রার্থীর আবেদন, ‘‘রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা সবাই আমাদের সমস্যার সমাধান করুন… কেউ শুনতে পাচ্ছেন? আমাদের চাকরি দিন।’’ একজন এক চাকরিপ্রার্থীর মতে, ‘‘এখন মাথার চুল দিলাম আমরা। আর কী কী ভাবে প্রতিবাদ করলে আমরা চাকরি পাব!’’

তবে, মুখে যতই রাজনৈতিক প্রভাবমুক্ত বলে নিজেদের দাবি করুন না কেন, SLST চাকরিপ্রার্থীদের এদিনের ধর্নামঞ্চে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়-সহ কংগ্রেস নেতৃত্ব। এর আগে এই ভাবে মাথা মুড়িয়ে ছিলেন আরেক স্বঘোষিত কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তারপরেও কি একে রাজনৈতিক রংহীন প্রতিবাদ বলতে পারেন আন্দোলনকারীরা!

তবে, এদিনের এই প্রতিবাদকে নাটক করা চেষ্টা বলে তীব্র কটাক্ষ করেন সৌগত রায় (Sougata Ray)। তিনি বলেন, সংবাদমাধ্যমে তিনি বিষয়টি দেখেছেন। এই মাধ্যমে একটা নাটক করা যায়-তার বেশি কিছু নয়। মত বর্ষীয়ান সাংসদের।