প্রেমিকাকে আত্মহ.ত্যায় প্ররো.চনা! গ্রে.ফতার ‘পুষ্পা’-র অভিনেতা

0
2

প্রাক্তন প্রেমিকাকে হুমকি (Threat)! তার জেরে আত্মহত্য়ার পথ বেছে নিলেন তেলেগু চলচ্চিত্রের জুনিয়র আর্টিস্ট (Junior artist)। ঘটনার তদন্তে নেমে তেলেগু অভিনেতা জগদীশ প্রতাপ ভাণ্ডারিকে গ্রেফতার করল হায়দ্রাবাদ পুলিশ (Hyderabad Police)। অভিযোগ, ওই মহিলা জুনিয়র আর্টিস্টকে এতটাই মানসিক চাপে ফেলেন জগদীশ প্রতাপ, যে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। জগদীশ মূলত পুষ্পা: দ্য রাইজ ছবিতে আল্লু অর্জুনের সহঅভিনেতা হিসাবে জনপ্রিয় হয়েছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, জগদীশ প্রতাপের সঙ্গে ওই জুনিয়র আর্টিস্টের প্রেমের সম্পর্ক ছিল। পরে ওই মহিলা সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন। কিন্তু ফের ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য চাপ দিতে থাকেন জগদীশ। এমনকি বিভিন্ন ছবি দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগও তোলে মৃতার পরিবার। গত ২৯ নভেম্বর গলায় ফাঁস (hanging) লাগিয়ে আত্মঘাতী হয় ২৯ বছরের ওই তরুণী। মৃতার বাবা পুলিশের লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নামে হায়দ্রাবাদ পুলিশ। মৃতার মোবাইল ফোন আটক (seize) করে তদন্ত শুরু হয়। ফোন থেকেই অভিযুক্ত জগদীশের বিভিন্ন হুমকির তথ্য পাওয়ার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ।

জগদীশের উত্থান ২০১৮ সালে তেলেগু চলচ্চিত্রে। তবে তাঁর পরিচিতি সবথেকে বেশি হয় পুষ্পা – দ্য রাইজ (Pushpa: The Rise) ছবিতে কেশভ চরিত্রের মাধ্যমেই। তিনি পুষ্পা – ২ অর্থাৎ পুষ্পা – দ্য রুল (Pushpa: The Rule) চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। বুধবার যাবতীয় তথ্য প্রমাণ ও মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। যদিও এবিষয়ে জগদীশের পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।