দক্ষিণ আফ্রিকায় রাজকীয় অভ্যর্থনা সূর্যকুমার-শ্রেয়স আইয়ারদের, ছবি পোস্ট বিসিসিআইয়ের

0
3

সামনেই দক্ষিণ আফ্রিকা সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টি-২০, তিনটি একদিনের এবং দুটি টেস্ট ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আর সেই সিরিজ খেলতে বুধবারই দক্ষিণ আফ্রিকা পৌঁছালো সূর্যকুমার যাদবরা।

ডারবানে পৌঁছে রাজকীয় অভ্যর্থনা পেলেন সূর্যকুমার যাদব ঈশান কিষাণ, মহম্মদ সিরাজরা।দক্ষিণ আফ্রিকার বিমানবন্দরে ভালোবাসায় ভড়িয়ে দেন ভারতীয় সমর্থকেরা। দেশীয় রীতিতেই অভ্যর্থনা পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই ছবি পোস্ট করে বিসিসিআই। রবিবার, ১০ ডিসেম্বর প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারত। আগামী বছরই টি-২০ বিশ্বকাপ। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য। তাই এই টি-২০ সিরিজকে প্রস্তুতি হিসাবে দেখছে ভারতীয় দল। ৩টি টি-২০ ম্যাচের পর ভারতীয় দল ৩টি ওডিআই এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

দক্ষিণ আফ্রিকার মাঠে তাদের বিরুদ্ধে টি-২০ এবং ওডিআই ক্রিকেটে ভারতীয় দল সাফল্য অর্জন করলেও টেস্ট সিরিজ জিততে মরিয়ে রাহুল দ্রাবিড়ের দল। ২০২১ সালে শেষ টেস্ট সিরিজে ভারত ২-১ ফলাফলে পরাজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এবার জেতার জন্য প্রস্তুত রোহিত শর্মা- বিরাট কোহলিরা।

আরও পড়ুন:ফের বিতর্কে গম্ভীর, এবার ঝামেলায় জড়ালেন শ্রীসান্থের সঙ্গে