৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে একমাত্র তেলেঙ্গানায় ক্ষমতা দখল করেছে কংগ্রেস। আগামীকাল বৃহস্পতিবার সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন রেবন্ত রেড্ডি। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।

তৃণমূল সূত্রের খবর, বুধবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন রেবন্ত রেড্ডি। মুখ্যমন্ত্রীর ব্যস্ততা থাকায় এবং এত স্বল্প সময়ে তাকে জানানোর জন্যে তাঁর কর্মব্যস্ততা থাকলে কোনও প্রতিনিধিকে পাঠানোর অনুরোধও করেন রেবন্ত। সেই অনুযায়ী আমন্ত্রণ রক্ষার্থে দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন রেবন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান করার। এদিকে, বৃহস্পতিবারই ডেরেকের নোটিশে রাজ্যসভায় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জবাবি ভাষণ। তাঁর নোটিশেই আলোচনা হয়েছে। যদিও জবাবি ভাষণে থাকতে পারবেন না ডেরেক। বুধবার সেই বিষয়টি রাজ্যসভায় ঘোষণা করে দেন ডেরেক ও ব্রায়েন। রেবন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে তৃণমূলের যোগদানের সিদ্ধান্তে খুশি কংগ্রেস নেতৃত্ব।









































































































































