দেশের ২৫ রাজ্যের ভূগর্ভস্থ জলে আর্সেনিক, বলছে কেন্দ্রীয় রিপোর্ট

0
2

জল নয়, বিষ পান করছেন দেশবাসী। কেন্দ্রের রিপোর্ট বলছে, দেশের ২৫ টি রাজ্যের ২৩০ টি জেলায় ভূগর্ভস্থ জলে মিলেছে আর্সেনিকের হদিশ। শুধু তাই নয় ২৭ রাজ্যের ৪৬৯ টি জেলার ভূগর্ভস্থ জলে মিলেছে বিষাক্ত ফ্লোরাইডের অস্তিত্ব। সম্প্রতি রাজ্যসভাতে এমনই তথ্য পেশ করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী বিশ্বশ্বর টুডু। সংসদে মন্ত্রী জানিয়েছেন, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের(CGWB) রিপোর্টে ভূগর্ভস্থ জলে আর্সেনিক এবং ফ্লোরাইডের উপস্থিতির কথা জানা গিয়েছে। তবে বিষয়টি পুরোপুরি প্রাকৃতিক(জিওজেনিক)। বহু বছর ধরে একইভাবে রয়েছে। কোনও বিশেষ বদল দেখা যায়নি।

জলশক্তির আওতাধীন সিজিডব্লিউবি, ভৌমজলের গুণাগুণ পরীক্ষার বিষয়টি দেখাশোনা করে। তারাই মূলত পর্যালোচনা করে, জল কতটা বিষাক্ত। ফ্লোরাইড কিংবা আর্সেনিকের মাত্রা কতটা কমল-বাড়ল প্রভৃতি। তবে সময়ে সময়ে বিভিন্ন সমীক্ষার জন‌্য অন‌্যান‌্য সংস্থা-সংগঠনের সঙ্গে যৌথভাবেও কাজ করে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট‌্যান্ডার্ডস-এর অনুমোদিত মাত্রার তুলনায় অনেক বেশি পরিমাণে ফ্লোরাইড, আর্সেনিকের অস্তিত্ব পাওয়া গিয়েছে দেশের অধিকাংশ রাজ্যের ভূগর্ভস্থ জলে। ফলে এ কথা দিনের আলোর মতো স্পষ্ট যে, সেই জল কোনওভাবেই পানযোগ‌্য নয়।

এর আগে ন‌্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজির সঙ্গে যৌথভাবে CGWB একটি সমীক্ষা রিপোর্ট ২০১০ সালে প্রকাশ্যে এনেছিল। সম্প্রতি জিওলজিক‌্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জিএসআই) সঙ্গে সিজিডব্লিউবি একটি মউ স্বাক্ষর করে, ভৌমজলের পর্যালোচনা সংক্রান্ত। অর্থাৎ জলে কতটা পরিমাণে আর্সেনিক বা ফ্লোরাইড আছে, তাদের পরিমাণ কমেছে না বেড়েছে- তা পরিমাপ করার। আটটি রাজ্যের দিকে বিশেষ নজর ছিল। যেমন পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এবং অসম।