নি.উমোনিয়ায় অা.ক্রান্ত মদন মিত্র, আপাতত স্থিতিশীল কমারহাটির বিধায়ক

0
10

নিউমোনিয়া অাক্রান্ত কামারহাটির বিধায়ক মদন মিত্র। সোমবার রাতে বুকে ব‌্যাথা, শ্বাষকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন মদন মিত্র। মঙ্গলবার তাঁকে বাঙুর ইন্সটিউট অফ নিউরোলজি’র এইছঅার সিটি স্ক‌্যান করা হয়। রাতেই তাঁকে নেফ্রোলজিস্ট পরীক্ষা করেন। শ্বাষকষ্ট থাকায় অক্সিজেন চালু করা হয়। নেবুলাইজার চালানো হয়। রাতে অস্বস্তি থাকলে ভোর থেকে অনেকটাই স্বাভাবিক হন তিনি। বুকে ব‌্যাথার কারন জানতে সকালেই এক্সরে এবং কয়েকটি রক্ত পরীক্ষা করা হয়। দুপুরের পর রির্পোট অাসে দেখা যায় নিউমোনিয়া অাক্রান্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। হাসপাতাল সূত্রে খবর, অাপাতত তঁার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে অারও কয়েকদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষনে রাখা হবে কামারহাটির বিধায়ককে।

আরও পড়ুন- পথ দু.র্ঘটনায় আ.হতদের চিকিৎসার জন্য এবার নয়া নিয়ম আনার ভাবনা কেন্দ্রের