ছু.রি দিয়ে এলোপাথাড়ি কোপ, নিউইয়র্কে খু.ন ২ শিশু সহ ৪

0
3

“আমার তুতো ভাই (Cousin) বাড়ির সবাইকে মেরে ফেলছে!” কাকভোরে ফোনে অল্প বয়সী মহিলার কণ্ঠে ভয়ার্ত আর্তনাদ শুনে তাড়াতাড়ি গাড়ি ছোটায় নিউইয়র্ক (New York) কুইনসের (Queens) ফার রকঅ্যাওয়ে পুলিশ। বিচ টোয়েন্টি সেকেন্ড স্ট্রিটের ঠিকানায় পৌঁছেই দাউদাউ করে জ্বলতে থাকা বাড়িটা চোখে পড়ে। আর সেই সঙ্গে কাঁধে ঝোলা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এক মধ্যবয়স্ক যুবক।

পুলিশ কাছে যেতেই ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ (Stabbing) মারা হয় কর্তব্যরত দুই আধিকারিককে। তবে এক পুলিশ আধিকারিক দ্রুত তৎপর হয়ে যুবককে লক্ষ্য করে গুলি চালান। তাতেই লুটিয়ে পড়ে আততায়ী। পরে সেই বাড়িতে ঢুকে পুলিশ উদ্ধার করে ১১ বছরের এক বালিকা, ১২ বছরের এক বালক, মধ্য বয়স্ক দুই মহিলা ও পুরুষের দেহ। ৬১ বছরের এক বৃদ্ধাকে উদ্ধার করে মাউন্ট সিনাই (Mount Sinai) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের প্রত্যেকেরই শরীর ছুরির আঘাতে ক্ষতবিক্ষত ছিল।

গুলিবিদ্ধ আততায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই আততায়ীর নাম কোর্টনি গর্ডন(৩৯)। এর আগেও বাড়িতে অশান্তির জেরে গ্রেফতার হওয়ার নজির রয়েছে তাঁর। হামলায় ব্যবহৃত ছুরিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। থানায় ফোন করা তরুণীকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।