মা মরা শিশুকে সকলে ভালোবাসে অথচ তাঁর বৌদিকে কেউ ভালো চোখে দেখে না। শুধুমাত্র এই কারণে প্রতিহিংসাপরায়ণ হয়ে তিন বছরের একরত্তিকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ সাথী সর্দার নামে এক মহিলার বিরুদ্ধে। হাবড়া থানার (Habra Police) বয়রাগাছি এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।


স্থানীয়রা বলছেন, শিশুটির নাম সুমি সিং (Sumi Singh)। তাঁর জন্মের পরই মা মারা যান। এরপর বাড়ির পাশে থাকা পিসেমশাই এবং তাঁর ছেলে বাচ্চাটির দায়িত্ব নেন। বাড়ির অন্যান্যদের কাছে সে আদরের হলেও রঞ্জিতের স্ত্রী তাঁকে মেনে নিতে পারেনি। বৃহস্পতিবার সকালে শিশুটিকে বাড়িতে চা বিস্কুট খাইয়ে রঞ্জিত সহ পরিবারের সদস্যরা মাঠে কাজে যায়। সেই সময় বাচ্চাটির দুধে বিষ মিশিয়ে দেন অভিযুক্ত মহিলা। এরপর সবাইকে জানান যে সুমি অসুস্থ হয়েছে। দ্রুত দ্রুত হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েও কোন লাভ হয়নি। এরপরই স্থানীয়দের সন্দেহ যায় অভিযুক্ত বৌদির দিকে। তখন ভয় দেখিয়ে তার কাছ থেকে সত্যিটা জেনে নেওয়ার ফন্দি আঁটেন তাঁরা। এতেই দোষ স্বীকার করেন সাথী সর্দার (Sathi Sardar)। এরপর পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে। আজ তাঁকে বারাসাত আদালতে তোলা হয় বলে খবর। দোষীর উপযুক্ত শাস্তির দাবি করছেন এলাকাবাসী।






































































































































