ডিএ মামলা: দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিমকোর্টে

0
3

চলতি বছর জানুয়ারি মাস থেকে মহার্ঘ্য ভাতা বা ডিএ মামলার শুনানি পিছিয়েই যাচ্ছে দফায় দফায়। এর জেরেই ডিএ মামলায় শীর্ষ আদালতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। তবে সেই আবেদন শুক্রবার খারিজ করল দেশের শীর্ষ আদালত।

ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্যসরকার। প্রথমে ঠিক ছিল চলতি বছরের ১৪ জানুয়ারি হবে এই মামলার শুনানি। তারপর তা পিছিয়ে হয় ১১ ফেব্রুয়ারি। সেই শুনানিও পিছিয়ে যায়। ঠিক হয় ২১ মার্চ হবে। কিন্তু সেদিনও স্থগিত হয়ে যায় মহার্ঘ ভাতা মামলার শুনানি। এরপর বিচারপতি দীপঙ্কর দত্ত সরে দাঁড়ানোর পর ডিএ মামলার বেঞ্চ বদল হয়েছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে নিয়ে বেঞ্চ গঠন করা হয়েছিল। কিন্তু বিচারপতি হৃষিকেশ রায়ও সরে দাঁড়ান। ফলে ফের নতুন বেঞ্চ গঠন হয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে। দফায় দফায় মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় শীর্ষ আদালতে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল সরকারি কর্মচারীরা, তবে সে আবেদন এদিন খারিজ করল সুপ্রিমকোর্ট।

উল্লেখ্য, এই মামলায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য গত বছর ২০ মে রাজ্যকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এজন্য রাজ্যকে তিনমাসের সময়সীমাও বেঁধে দেয় আদালত। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পাল্টা মামলা দায়ের করে রাজ্য সরকার। বর্তমানে এই মামলাটি চলছে শীর্ষ আদালতে।