অনুমতি মিলেছিল বৃহস্পতিবারই। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) কেবিনের বাইরে বসল সিসিটিভি ক্যামেরা। শুক্রবার সকালে প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) তরফে কলকাতা পুলিশের (Kolkata Police) একটি টিম সোজা হাসপাতালে পৌঁছে যায়। এরপর পরিস্থিতি খতিয়ে দেখে জ্যোতিপ্রিয়র কেবিনের বাইরেই বসানো হয় ক্যামেরা (CCTV)। রেশন বন্টন মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অবস্থার কারণে এসএসকেএমে ভর্তি। তবে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার আপডেট দিলেও তা মানতে নারাজ ইডি আধিকারিকরা (ED)। তবে সিসিটিভি ক্যামেরা বসানোয় এবার জ্যোতিপ্রিয়র সব গতিবিধি দেখতে পাবেন ইডি আধিকারিকরাও।

ইডির দাবি, রেশন বন্টন মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় প্রভাবশালী। প্রায় ২ সপ্তাহ ধরে শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর কী হয়েছে, তাঁর ঘরে কারা যাতায়াত করছে এব্যাপারে কোনও তথ্য পাচ্ছে না ইডি। তাই জ্যোতিপ্রিয়র ঘরের বাইরে সিসিটিভির নজরদারি দরকার। ইডির আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবারই সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PMLA আদালতের বিচারক। আর আদালতের নির্দেশের পর শুক্রবার সকালে কলকাতা পুলিশের দলকে বালুর ঘরের সামনে ক্যামেরা বসাতে পাঠায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১২ নম্বর কেবিনে রয়েছেন তিনি। আর সেই কেবিনের সামনেই এদিন বসল সিসিটিভি ক্যামেরা। জানা গিয়েছে, ক্যামেরার লিংক থাকবে ইডির কাছে। সেই ছবিতে ২৪ ঘণ্টা নজরদারির জন্য নিয়োগ করা হয়েছে একজন আধিকারিককে। এদিকে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয়কে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সেই দিন আদালতে পেশ করা হবে তাঁর মেডিক্যাল রিপোর্ট।










































































































































