এ যেন ‘থ্রি ইডিয়টস’ ছবির দৃশ্য ! চরম অব্যবস্থা৷ বিহারের রাজধানী পাটনা থেকে বেনজির ঘটনা প্রকাশ্যে এসেছে, যা শুনলে আপনিও চমকে যাবেন৷ দানাপুর থানা এলাকার গোলার একটি বেসরকারি নার্সিংহোমের অবহেলার কারণে জন্মের পরেই এক নবজাতকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, নার্সিংহোমের চিকিৎসক ঝাড়ুদারের সহায়তায় বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে প্রসব করিয়েছিলেন। চিকিৎসক ও ঝাড়ুদারের অবহেলায় জন্মের পরই প্রাণ হারায় শিশুটি।
জানা গিয়েছে, মায়ের থেকে শিশুর নাভি কাটার সময় অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। এরপর পরিবারের সদস্যরা নার্সিংহোমে তোলপাড় করে এবং পুলিশকে ফোন করে ঘটনার কথা জানায়। অভিযোগ জানায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নার্সিংহোমের ৩ নার্সিং স্টাফকে আটক করে।
জানা গিয়েছে, তরকরিয়া বাজারের বাসিন্দা রবিশঙ্করের স্ত্রী জুলি কুমারীকে দানাপুর থানা এলাকার গোলায় অবস্থিত হর্ষিত পালি নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। জুলি প্রেগন্যান্ট ছিলেন, প্রসব বেদনার কারণে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷
সেই সময় ডিউটিরত চিকিৎসক বাড়িতে বসেছিলেন।
তিনি সেখান থেকে ভিডিও কলে ঝাড়ুদারকে নির্দেশ দিত থাকেন, কীভাবে ডেলিভারি করাতে হবে! যার নিট ফল, সদ্যোজাতর মৃত্যু হয়।





































































































































