‘দিদি রোজ দুর্গানাম জপছেন’ বলতেই শাহকে ‘দো.কলা বাজ’ ক.টাক্ষ কুণালের

0
3

কেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মালিকদের তৃণমূল সাসপেন্ড করছে না? বুধবার ধর্মতলায় বিজেপির সভা থেকে এমনই প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভুল তথ্যে ভরা দিশাহীন, অন্তঃসার শূন্য, মিথ্যা ভাষণে শাহর দাবি, “দিদি রোজ দুর্গানাম জপছেন, যাতে ভাইপোর নাম না আসে।”

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যকে চ্যালেঞ্জ জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। অমিত শাহকে তোপ দেগে তিনি বলেন, “যদি অমুক তমুকের নাম বলে দেয়! মানে টা কী? আরে তদন্ত করছে আপনাদের সেন্ট্রাল এজেন্সি, আপনাদের হাতেই তো রয়েছে। পশ্চিমবঙ্গের জেলে তো নেই। পশ্চিমবঙ্গের পুলিশও তদন্ত করছে না। বাইরের জেলে রয়েছে। দরকার হলে জেনে নিন। এই যে খোঁচানো, অমুকের নাম বেরিয়ে গেলে, আপনার এসব কথায় কেউ ভয় পাচ্ছে না। তোয়াক্কাও করছেন না। আপনি দোকলা বাজি করছেন।”

আরও পড়ুন- ক্ষ.মতা থাকলে আগে শুভেন্দুকে গ্রে.ফতার করুন, শাহকে পাল্টা জ.বাব কুণালের