নজিরবিহীন! বিধানসভার অধিবেশনে প্রথম ৭ প্রশ্ন কর্তা-ই অনুপস্থিত, অসন্তুষ্ট স্পিকার

0
4

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলীয় বিধায়কদের বার বার বিধানসভার অধিবেশনে উপস্থিত থাকার বার্তা দিচ্ছেন, ঠিক তখনই অনুপস্থিতির নজির। বিধানসভার অধিবেশনে অনুপস্থিত প্রথম ৭ প্রশ্ন কর্তা বিধায়ক-ই। নজিরবিহীন ঘটনা! অতীতে যা নাকি কখনও হয়নি। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ হলেন স্পিকার।

শুধু বিজেপি বিধায়ক নয়, অনুপস্থিত বিধায়কদের মধ্যে ৩ জন তৃণমূলেরও। বাকি ৪ জন বিরোধী বিধায়ক। তৃণমূলের অনুপস্থিত বিধায়কদের মধ্যে রয়েছেন দেবেশ মণ্ডল, অপূর্ব সরকার, রফিকুল ইসলাম মন্ডল। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘খুবই স্কেলিটন উপস্থিতি। বিশেষ করে ট্রেজারি বেঞ্চকে (সরকারি বেঞ্চ) বলব এটা কী? শাসক দলের চিফ হুইপ বা সরকার পক্ষের মুখ্য সচেতকও অনুপস্থিত!”

অসন্তুষ্ট স্পিকারের আরও সংযোজন, ‘এটা দুর্ভাগ্যজনক’! শেষপর্যন্ত অষ্টম প্রশ্ন কর্তাকে দিয়েই অধিবেশন শুরু করতে হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। অষ্টম প্রশ্ন কর্তা ছিলেন শওকত মোল্লা। উল্লেখ্য, এদিন বিধানসভায় একজন বিজেপি বিধায়কও ছিলেন না। শুভেন্দু অধিকারী এলেও, তিনি তাঁর নিজের ঘরেই ছিলেন। বুধবার তাঁকে সাসপেন্ড করেন স্পিকার।