অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে হার ভারতের, অজিদের কাছে ৫ উইকেটে হারলো টিম ইন্ডিয়া

0
3

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে হার ভারতের। এদিন অজিদের কাছে ৫ উইকেটে হারলো টিম ইন্ডিয়া। এই হারের ফলে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ২-১ এগিয়ে সূর্যকুমার যাদবের দল। এদিন দুরন্ত ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম‍্যাক্সওয়ে। ৪৮ বলে ১০৪ রানে অপরাজিত তিনি। তবে ব‍্যর্থ গেল ভারতের রুতুরাজ গায়কোওয়াডের ইনিংস। ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ম‍্যাচে এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন রুতুরাজ। ১২৩ রানের অপরাজিত খেলেন তিনি। ৩৯ রান করেন সূর্যকুমার যাদব। ৩১ রানে অপরাজিত তিলক ভার্মা। তবে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ যশস্বী জসওয়াল। ৬ রান করেন তিনি। শূন‍্য রান করেন ঈশান কিষাণ। অজিদের হয়ে একটি করে উইকেট নেন রির্চাডসন, ব্রেনডোফ এবং হার্দি।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সৌজন্যে ম‍্যাক্সওয়েল। ৪৮ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৩৫ রান করেন ট্র‍্যাভিস হেড। ২৮ রানে অপরাজিত ওয়াডে। ভারতের হয়ে দুটি উইকেট নেন রবি বিষ্ণোই। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, আভেশ খান এবং অক্ষর প‍্যাটেল।

আরও পড়ুন:ধোনির পর সিএসকের অধিনায়কের দৌড়ে কে? কী বললেন অশ্বিন?