প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুললেন বুশরা বিবির (Bushra Bibi) প্রাক্তন স্বামী খাওয়ার ফরিদ মানেকা (Khawar Farid Maneka)। ইমরান এবং বুশরার বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দম্পতির বিরুদ্ধে ব্যভিচার এবং প্রতারণামূলক বিবাহের অভিযোগ এনে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন।


ঠিক কী অভিযোগ করেছেন মানেকা?
বুশরা বিবির প্রাক্তন স্বামীর দাবি, আইনি বিয়েই হয়নি ইমরান-বুশরার। কেবল লোকদেখানো বিয়ের অনুষ্ঠান হয়েছিল। এমনকি তাঁর সঙ্গে সম্পর্ক থাকাকালীন বুশরা বিবি অবৈধভাবে ইমরানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন বলেও মারাত্মক অভিযোগ করেন তিনি। মানেকা নিজেও দুর্নীতির দায়ে অভিযুক্ত। সম্প্রতি জামিন পেয়েছেন। এরপরই প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে তাঁর জীবন নষ্ট করা এবং ব্যভিচারের অভিযোগ করেছেন।এই মামলার প্রধান তিন সাক্ষীকে হাজিরার বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি হবে।






































































































































