পাঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ! সাসপেন্ড ৭ পুলিশ আধিকারিক

0
2

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় গাফিলতির ঘটনায় সাসপেন্ড করা হল ৭ জন পুলিশ আধিকারিককে। এদের মধ্যে রয়েছে একজন পুলিশ সুপারিটেন্ডেন্ট ও দুজন ডিএসপি র‍্যাঙ্কের অফিসার। গত বছরের জানুয়ারি মাসে পাঞ্জাবে ঘটা এই ঘটনার প্রায় দুই বছর পর অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন।

২০২২ সালের ৫ জানুয়ারি পাঞ্জাবে এক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পথে কৃষকরা প্রতিবাদ দেখিয়ে রাস্তা অবরোধ করলে এক ফ্ল্যাইওভারে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকে প্রধানমন্ত্রীর কনভয়। ফ্ল্যাইওভারের মুখে তখন জড়ো হয়েছেন শতিনেক আন্দোলনকারী। ঘটনায় বিজেপির তরফে পাঞ্জাবের কংগ্রেস সরকারের দিকে অভিযোগের আঙুল তোলা হয়। যদিও কংগ্রেস দাবি করে শেষ মুহূর্তে সফরসূচি বদল করার জন্যই এই সমস্যার মুখে পড়তে হয় প্রধানমন্ত্রীর কনভয়কে।

রাজনৈতিক কাদা ছোড়াছুঁড়ির মাঝেই শীর্ষ আদালতের তরফে জানানো হয়, দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এর ফলে আন্তর্জাতিক মহলে লজ্জার মুখে পড়তে হতে পারে ভারতকে। এরপরই সুপ্রিমকোর্টের তরফে গোটা ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করা হয়। তদন্তের পর অবশেষে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নিল প্রশাসন। সাসপেন্ডের পাশাপাশি অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে চার্জ শিটও পেশ করা হয়েছে।