ক্যান্সার আক্রান্তের পাশে থাকলেন গৌতম ঘোষ, অদিতি মহসিন, সৌরেন্দ্র-সৌম্যজিৎ। উদ্যোগে সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।সংস্থার সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু হয়েছে।
সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঠাকুরপুকুর, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আশার আলোকবর্তিকা, এই বছর গর্বিতভাবে তার সুবর্ণ জয়ন্তী বর্ষ ঘোষণা করেছে৷ এই উপলক্ষে বিজ্ঞান ভিত্তিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি সিরিজ সাজিয়েছে এই সংস্থা। যার ফলস্বরূপ ২৪ নভেম্বর কলকাতার কলামন্দিরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন, সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ ।
অনুষ্ঠানটি পৌরহিত্য করলেন প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।তিনি বলেন, “আমার ভালো লাগছে পঞ্চাশ বছর ধরে এই প্রতিষ্ঠান মানুষের সেবা করে চলেছে।”
অদিতি মহসিনের গাওয়া রবীন্দ্রনাথের গান গুলোর মধ্যে চিরসখা ছেড়ো না, আজ যেমন করে গাইছে আকাশ, আনন্দলোকে মঙ্গলালোকে উল্লেখযোগ্য। সৌরেন্দ্র-সৌম্যজিৎ জুটির কন্ঠে পহেলা নশা, কুছ তো লোগ কহেঙ্গে, লাগ যা গলে উল্লেখযোগ্য। ইন্দ্রানী সেন সৌরেন্দ্র-সৌম্যজিতের সঙ্গে কন্ঠ মেলান তোমার হল শুরু আমার হল সারা রবীন্দ্র সংগীতে।
উপস্থিত ছিলেন দেবাশীষ কুমার, অঞ্জন গুপ্ত, অর্ণব গুপ্ত, অলকানন্দা রায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে প্রকাশিত হয় সুবর্ণ জয়ন্তী বর্ষ স্মরণিকা।অনুষ্ঠানের সঞ্চালনা করেন দেবাশিস বসু।