বিজেপির সক্রিয় সদস্য ২ জঙ্গি গ্রেফতার উপত্যকায়

0
3

গত ২ দিন ধরে সেনা জঙ্গি সংঘর্ষে উত্তাল জম্মু কাশ্মীর(Jammu Kashmir)। সেনা অভিযানে দুই লস্কর জঙ্গির পাশাপাশি শহিদ হয়েছেন ৫ জওয়ান। এরইমাঝে উপত্যকায় গ্রেফতার(Arrest) হল আরও দুই সন্দেহভাজন জঙ্গি। তবে চাঞ্চল্যকর বিষয় হয়, গ্রেফতার এই দুই জঙ্গি বিজেপির(BJP) সক্রিয় সদস্য। এই দুই সন্দেহভাজন জঙ্গি বিজেপি সদস্যের নাম মুমতাজ আহমেদ লোন এবং জাহাঙ্গির আহমেদ লোন।

পুলিশের তরফে জানা গিয়েছে, উত্তর কাশ্মীরের কুপওয়ারার ত্রেহগাম এলাকার বাসিন্দা মুমতাজ ও জাহাঙ্গির। ত্রেহগামের বিজেপি সভাপতি মুমতাজ। সেখানে মহিলা মোর্চার সভাপতির পদে রয়েছে জাহাঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে গত ২১ নভেম্বর দক্ষিণ কাশ্মীরে যাওয়ার পথে জাতীয় সড়কে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি গাড়ি থেকে প্রচুর অস্ত্র-সহ গ্রেফতার করা হয় দু’জনকে। পুলিশ সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরে হামলা চালানোর ছক কষেছিল ওরা। দলের কর্মী জঙ্গি সন্দেহে গ্রেফতার বিষয়টি প্রকাশ্যে আসার পর বিজেপি মুখপাত্র সাজিদ বলেন, বিষয়টি খুবই উদ্বেগের। দলের তরফে সবটা খতিয়ে দেখা হচ্ছে।

যদিও এই ঘটনা এই প্রথমবার নয়, গত বছর জম্মু-কাশ্মীর থেকে বিজেপির সংখ্যালঘু শাখার দায়িত্বপ্রাপ্ত তালিব হুসেন শাহকে গ্রেফতার করা হয়। তালিবের লস্কর যোগ পাওয়ার পরে বিজেপি জানিয়েছিল, বিজেপিতে যোগ দিয়ে সাধারণ মানুষের মধ্যে মেশার চেষ্টা করছে জঙ্গিরা। মুমতাজ ও জাহাঙ্গিরের গ্রেফতারির পর ফের সেই দাবি সামনে এসেছে। তবে বার বার উপত্যকায় বিজেপি নেতা-নেত্রীদের জঙ্গি যোগের ঘটনায় মুখ পুড়েছে দেশের শাসকদলের।।