রাজ্য সরকার চলতি মরসুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে এপর্যন্ত ৩৭ হাজার ৪৫৮ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। দুই হাজার ৭৭২ টি ধান ক্রয় কেন্দ্রের মাধ্যমে ১৫ হাজার ২১১ জন কৃষকের কাছ থেকে এই ধান কেনা হয়েছে বলে খাদ্য দফতর এক বিবৃতিতে জানিয়েছে। উল্লেখ্য খাদ্য দপ্তর গত পয়লা নভেম্বর থেকে কুইন্ট্যাল প্রতি ২১৮৩ টাকা দামে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করেছে।সরাসরি ধান ক্রয় কেন্দ্রগুলিতে এসে ধান বিক্রী করলে কুইন্ট্যাল প্রতি তাদের আরও ২০ টাকা করে অতিরিক্ত উৎসাহ মূল্য দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- মা.দক কেনার টাকা চাই! মুম্বইয়ে দুই সন্তানকে ৭৪ হাজার টাকায় বে.চে দিল দম্পতি





































































































































