আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের (Jadavpur University) সমাবর্তন অনুষ্ঠান (Convocation)। এবার প্রধান অতিথি হিসেবে আসছেন ইউজিসি’র চেয়ারম্যান এম জগদেশ কুমার। এমনটাই জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ (Buddhadev Shaw)।

তবে কাদের ডি.লিট. দেওয়া হচ্ছে, তা নিয়ে জোর জল্পনা ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই ডি.লিট. প্রাপকদের তালিকা প্রকাশ করেছে। যেখানে নাম রয়েছে রাজ্যসভার সাংসদ সোনাল মানসিংহের। নৃত্যশিল্পে অবদানের জন্য তাঁকে ডি.লিট. দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে যাদবপুরে ইসি বৈঠক ঘিরে ফের জটিলতা। আজ, শুক্রবার এই বৈঠক ডাকা ছিল। সমাবর্তন অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়-সহ একাধিক বিষয়ে আলোচনার হওয়ারও কথা ছিল। কিন্তু ইসি বৈঠকে অনুমতি দেয়নি শিক্ষা দফতর। জানানো হয়েছে, এখন যিনি উপাচার্যে পদে রয়েছেন, তাঁর ইসি বৈঠক ডাকা এক্রিয়ার নেই।










































































































































