চোখে সংক্রমণ, নেতাজি ইন্ডোরে মেগা বৈঠকে ভার্চুয়ালি অভিষেক

0
3

নজরে লোকসভা ভোট। তাই উৎসবের মরশুম শেষ হতেই
কোমড় বেঁধে রাজনীতির ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে শুরু হয়েছে তৃণমূলের মেগা বৈঠক। সেই লোকসভা ভোটের রণকৌশল স্থির করতেই মেগা বৈঠকের ডাক দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর বার্তা, নির্দেশ, লড়াইয়ের রূপরেখার দিকে তাকিয়ে গোটা দল।

তবে সেই বৈঠকে সশরীরে উপস্থিত থাকছেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন অভিষেক। চোখের সমস্যা, তাই সভায় আসতে পারছেন না অভিষেক।

অভিষেকের চোখে ফের নতুন করে সমস্যা দেখা দিয়েছে। নতুন করে সংক্রমণ ছড়িয়েছে বলে খবর। যে কারণে গতকালই বিজিবিএস শেষে তাঁকে দেখতে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বৃহস্পতিবার জানা যায়, চোখে সমস্যার কারণে নেতাজি ইন্ডোরের মেগা বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না অভিষেক। সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তিনি। চিকিৎসক তাঁকে সাত থেকে দশ দিন বিশ্রাম নিতে বলেছেন।