ইকোনমিক করিডর আগামীদিনে রাজ্যে আরও শিল্প আনবে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে এই সম্ভাবনার কথা শুনিয়েছিলেন আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরী। বুধবার তিনি সম্মেলন মঞ্চে বলেন, কৃষিনির্ভর শিল্পে বিপুল বিনিয়োগের ঘোষণা করলেন। ৯৩টি মউ স্বাক্ষর করা হয়। মোট ১৩১৪ কোটি টাকা বিনিয়োগ করার কথা জানান তিনি। এদিন আইটিসি মার্কের উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন আইটিসি মার্কের।

রাজ্য সরকারের প্রশংসায় সঞ্জীব পুরী বলেন, গত বিজিবিএস থেকেই রাজ্যে বিনিয়োগ শুরু করেছেন তিনি। বাংলায় ব্যবসার সুযোগ দেওয়ার জন্য তিনি ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রীকে। আগামী দিনে বাংলায় আরও বিনিয়োগে আগ্রহী আইটিসি। পশ্চিমবঙ্গের অনেক ট্রান্সমিশন হয়েছে। সেই পথ ধরেই আসতে চলেছে বিনিয়োগ।
আরও পড়ুন- ডিসেম্বরে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! রইল সম্পূর্ণ ছুটির তালিকা




































































































































