আইএসএফ নেতা যত হম্বিতম্বি করছেন, ততই ভাঙছে তাঁর দল। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভার নিশাপুর অঞ্চলে আইএসএফের নেতৃত্ব দিতেন সাইফুদ্দিন খান। সেই সাইফুদ্দিন শতাধিক কর্মী নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

মন্দিরবাজার ব্লকে আইএসএফের অঞ্চল গঠন করেন সাইফুদ্দিন। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেই ব্লক গঠনে তাঁকে কোনও দায়িত্ব দেয়নি দল। দলে গুরুত্ব না পেয়ে শতাধিক সমর্থক নিয়ে দল ছাড়লেন। সাংবাদিকদের জানালেন, মন্দিরবাজার ব্লকে আইএসএফ দল প্রথম প্রতিষ্ঠা করেন তিনি। অথচ সেই দলেই তিনি এখন উপেক্ষিত। তাই বুঝতে পেরেছেন, এই দলে থেকে কোনও কাজ করা যাবে না, উন্নয়ন করতে গেলে তৃণমূলের সঙ্গেই থাকতে হবে। তাই তৃণমূলে যোগদান।
আরও পড়ুন- রেমন্ডস কর্তার বিবাহবি.চ্ছেদ! গৌতম সিঙ্ঘানিয়ার সম্পত্তির ৭৫ শতাংশ দাবি প্রাক্তন স্ত্রীর




































































































































