বিশ্বকাপ হারের পর ভারতীয় ড্রেসিংরুমে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, কী বললেন রোহিত-বিরাটদের?

0
2

অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ হারের পর একেবারেই ভেঙে পরেছিল ভারতীয় দল। সেই সময় দলকে চাঙ্গা করতে ড্রেসিংরুমে এসেছিলেন নরেন্দ্র মোদি। সেই ছবি সোমবার মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজার পোস্ট করেছিলেন। এদিন প্রকাশ্যে এল ভারতের ড্রেসিংরুমে নরেন্দ্র মোদির পুরো ভিডিও। যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ভিডিও দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী রোহিত এবং বিরাটকে তাঁর দু’পাশে নিয়ে হাত ধরে কথা বলছেন। কথা বলেন রাহুল দ্রাবিড়ের সঙ্গেও।

এদিন সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে,”রোহিত এবং বিরাটকে তাঁর দু’পাশে নিয়ে হাত ধরে রয়েছেন প্রধানমন্ত্রী। দুই ক্রিকেটারের কাঁধে হাত রেখে মোদি বলেন, “তোমরা ১০টা ম্যাচ জিতে এসেছ। একটা ম্যাচে এমন হতেই পারে।” এরপরই প্রধানমন্ত্রী রোহিতের হাতটি রোহিতের পকেট থেকে বার করে নেন। এরপর বিরাট এবং রোহিতের হাত ধরে তিনি বলেন, “মুখে হাসি আনো। গোটা দেশ তোমাদের দেখছে।” এরপরই ডেকে নেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে। কোচের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রচুর পরিশ্রম করেছ তোমরা। কিন্তু এমনটা হতেই পারে।” এরপর একে একে রবীন্দ্র জাদেজা, শুভমন গিল, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়রদের সঙ্গে হাত মেলান। শামিকে বুকে টেনে নিয়ে তাঁর এবারের বিশ্বকাপে ভাল খেলার প্রশংসা করেন। হাত মেলান কে এল রাহুল, কুলদীপ যাদব, সূর্যকুমার যাদবদের সঙ্গেও।

এরপর সকলের সঙ্গে হাত মেলানোর পরে প্রধানমন্ত্রী বলেন, “এমন হয়েই থাকে। সতীর্থেরা একে অপরকে সাহস দাও, উৎসাহ দাও। উজ্জীবিত করো। তোমরা যখন সময় পাবে, তখন দিল্লিতে আসবে। আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল। তোমাদের সঙ্গে কথা হবে।”

আরও পড়ুন:ঘোষণা অজিদের বিরুদ্ধে ভারতের টি-২০ দল