বয়সের ভারে চলাফেরায় সমস্যা। সাহায্য ছাড়া এগোনো মুশকিল। কিন্তু উৎসবের দিনে প্রবীণ মানুষদেরও ইচ্ছে করে তাতে সামিল হতে, পুজোর সময় মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করতে। এই পরিস্থিতিতে তাঁদের পাশে এগিয়ে এসেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। পুলিশ কমিশনার অমিত পি জাগালভির উদ্যোগে চুঁচুড়ার বিভিন্ন এলাকা থেকে বৃদ্ধবৃদ্ধাদের জগদ্ধাত্রী প্রতিমা দেখাতে পুলিশের প্রিজন ভ্যানে বিভিন্ন প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখানো হচ্ছে।

বয়স ৮০-র কাছাকাছি। ইচ্ছে চন্দননগরে জগদ্ধাত্রী (Jagdhatri Pujo) প্রতিমা দর্শনের। সেরকমই বেশ কিছু প্রবীণ-প্রবীণাকে নিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো(Jagdhatri Pujo) দেখানোর উদ্যোগ নিয়েছে পুলিশ কমিশনারেট। শনিবার, ভদ্রেশ্বর তেতুলতলা প্রাচীন পুজোর মন্দিরে প্রতিমা দর্শন করেন।

পুলিশের এই পরিষেবায় আপ্লুত বয়স্ক মানুষেরা। তাঁরা জানান, আমরা খুব খুশি। পাশাপাশি পুলিশ অফিসার প্রশান্ত দাস জানান ঠাকুর দেখানোর পাশাপাশি এই সব মানুষদের আমরা মধ্যাহ্নভোজের আয়োজন করেছি। সব শেষে সবাইকে তাঁদের বাড়ি পৌঁছে দেব। এই অভিনব উদ্যোগ চলছে চন্দননগর ভদ্রেশ্বর জুড়ে।






































































































































