‘মাল্টিপল এন্ট্রি-এগজিট’ সিস্টেম চালুর পথে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, এবার পড়ুয়ারা পড়তে পারবেন অন্য শহরেও!

0
14

রাজ্যে চালু হয়েছে জাতীয় শিক্ষানীতি। চার বছরের এই স্নাতক পাঠক্রম অনুযায়ী কোনো পড়ুয়া মাঝপথে ছাড়লে আবার সে ভর্তি হতে পারবে। যাকে বলে ‘মাল্টিপল এন্ট্রি-এগজিট সিস্টেম’। যদিও রাজ্যের শিক্ষানীতিতে এখনও পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়নের ইঙ্গিত নেই। এর মধ্যে রাজ্যের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় জাতীয় শিক্ষানীতির সেই পরিকল্পনাকেই গুরুত্ব দিয়ে বাস্তবের পথে হাঁটছে। আগামী দুই বছরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে চায় তারা।

জানা গিয়েছে, জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত মাল্টিপল এন্ট্রি-এগজিটের এই নয়া প্রক্রিয়ায় কোনও পড়ুয়া যদি নিজের বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে একই কোর্সে ভর্তি হতে চান, তা পারবেন। আবার পড়তে পড়তে মাঝপথে পড়া থামিয়ে পরবর্তীতে যদি আবারও সেই অসম্পূর্ণ পড়া শুরু করতে চান কোনও পড়ুয়া, তিনিও মাল্টিপল এন্ট্রি-এগজিট পদ্ধতির মাধ্যমে তা করতে পারবেন। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফেলিক্স রাজ বলেন, ‘‘আমাদের ভাবনা রয়েছে, আগামী দু’বছরের মধ্যে দেশে সেন্ট জেভিয়ার্সের যতগুলি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে আমরা এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটাব।’’

আরও পড়ুন- এক টিকিটে ৪৫ কোটি! রূপকথার মতো বদলে গেল টেকনিশিয়ান শ্রীজুর জীবন