বিকাশভবনের সামনে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের ধরনা কর্মসূচির অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। রাজ্যের আপত্তিতে সায় দিল আদালত। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত জানান, আন্দোলনকারীরা বিধাননগরের সেন্ট্রাল পার্কের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট অ্যাকাডেমির সামনে কর্মসূচি করতে পারবেন। সেখানে তিন দিন ধরনা কর্মসূচি করা যাবে।
শূন্যপদে দ্রুত নিয়োগ-সহ একাধিক দাবিতে বিকাশ ভবনের কাছে ধরনা কর্মসূচি করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। এর আগে ওই জায়গায় কর্মসূচি করতে অনুমতি দেয়নি পুলিশ।
এ বার উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের নিরাশ করল কলকাতা হাই কোর্টও।
বিকাশ ভবনের সামনে ধর্না কর্মসূচির অনুমতি দেওয়ার আবেদন বুধবার খারিজ করেছেন বিচারপতি।





































































































































