হাওড়ার (Howrah) ব্যাঁটরায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোররাতে ব্যাঁটরায় একটি বিস্কুটের গুদামে আচমকাই আগুন লাগে। পরে দমকলের ৪ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের।

তবে এদিন আগুনের তীব্রতায় গোডাউনে রাখা তিনটি বাইক ও টোটো ভস্মীভূত হয় বলে খবর। পাশাপাশি গোডাউনে বিস্কুট, সাবান, স্যানিটাইজার সহ একাধিক জিনিস মজুত করা ছিল। দমকলের এক আধিকারিক জানান, সরু জায়গায় গাড়ি ঢুকতে এদিন প্রথমে সমস্যা হয়। দমকল কর্মীরা খুব তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন ভোর ৩-০৬ নাগাদ আগুন লাগার খবর আসে। তবে ওই গোডাউনে কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।











































































































































