গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে দুরন্ত জয় পায় ভারতীয় দল। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ৭০ রানে হারিয়ে ফাইনালে রাস্তা পাকা করেন রোহিত শর্মা-বিরাট কোহলি। তবে একটা সময় ম্যাচ চলে যায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে। তবে শেষমেশ জয় পেয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, আগের ৯টি ম্যাচে যে কাজ করেছেন সেটা বজায় রেখেই সেমিফাইনালে জয় এসেছে।

এই নিয়ে ম্যাচের শেষে ভারত অধিনায়ক বলেন,”আমরা যখন চাপে পড়েছিলাম তখন জানতাম যে আমাদের আস্তিন থেকে কিছু একটা বার করতেই হবে। যা যা দরকার সবই চেষ্টা করেছিলাম। অসাধারণ বল করল শামি। প্রথম পাঁচ-ছ’জন ব্যাটার খুবই ভাল খেলল। সুযোগটা দারুণ ভাবে কাজে লাগাল। আলাদা করে আমি শ্রেয়সের কথা বলব। ওকে নিয়ে আমি খুশি। সামনে থেকে সাহসী ব্যাট করেছে শুভমন। দুর্ভাগ্যবশত আজ মাঝে ওকে সাজঘরে ফিরতে হয়েছিল। কোহলিকে নিয়ে আর আলাদা করে কী বলার রয়েছে। একটা মাইলফলক ছুঁল। সব মিলিয়ে, আমি ব্যাটিং নিয়ে খুশি।”

এরপরই রোহিত বলেন,” বলব না যে আমাদের কোনও চাপ ছিল না। কিন্তু প্রত্যেকে দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেছে। প্রথম ন’টা ম্যাচে যে কাজ করেছিলাম সেটাই আজও করেছি। ভাল লাগছে দেখে যে আমাদের পরিকল্পনা কাজে লেগেছে। আরও আগে ম্যাচটা শেষ করে ফেলা উচিত ছিল আমাদের। সুযোগ আমাদের কাছে এসেছিল। কিন্তু সেটা আমরা তখন কাজে লাগাতে পারিনি। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আমাদের।”
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস











































































































































