নিজের ৩৫তম জন্মদিনে এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে শচীন তেন্ডুলকরের পাশে নিজের নাম লিখিয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে গেলেন বিরাট। এক দিনের ক্রিকেটে ৫০তম শতরান করলেন কোহলি। ১০৬ বলে ১০০ রান করে একদিনের ক্রিকেটে শচীনকে টপকে গেলেন তিনি।
বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ১০৬তম বলে শতরান পূর্ণ করেন বিরাট।
১০০ রান ছুঁতেই ব্যাট তুলে প্রথমে শচীনের দিকে তাকিয়ে তাঁকে কুর্নিশ জানান বিরাট। গ্যালারিতেই উঠে দাঁড়িয়ে বিরাটকে শুভেচ্ছা জানান ‘মাস্টার ব্লাস্টার’ও। তার পরেই কোহলির চোখ অনুষ্কার দিকে। স্বামীর অনন্য নজিরে তাঁকে অভিনন্দন জানাতে তাঁর উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দেন অনুষ্কা।
২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন শচীন তেন্ডুলকর। সেই রেকর্ড বিরাট কোহলি ভাঙলেন ২০২৩ বিশ্বকাপে। তাও আবার শচীনের সামনেই।২০১৯ বিশ্বকাপে ৬৪৮ রান করেছিলেন রোহিত শর্মা। সেই রেকর্ডও ভেঙে দিলেন কিং কোহলি। তিনি এখন এক বিশ্বকাপে সর্বাধিক রান করা ক্রিকেটার।
২০০৭ বিশ্বকাপে ৬৫৯ রান করেছিলেন ম্যাথিউ হেডেন। সেই রেকর্ডও ভেঙে গুঁড়িয়ে দিলেন কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলি যা খেললেন, সারা বিশ্ব তাকিয়ে দেখল।





































































































































