ফের যোগী রাজ্যে গণধর্ষণের ঘটনা। উত্তরপ্রদেশের আগ্রায় একটি হোটেলের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে পাঁচজন গ্রেফতার। পুলিশ গত শনিবার গভীর রাতে ওই মহিলার কাছ থেকে একটি কল পেয়েছিল। তারপরই হোমস্টেতে ছুটে যায় পুলিশ এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

আগ্রা সদর পুলিশ জানিয়েছেন, ‘শনিবার রাতে, তাজগঞ্জ পুলিশ একটি ফোন পেয়েছিল রিচ হোমস্টে থেকে, এখানে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং লাঞ্ছনা করা হয়েছে। মহিলার দায়ের করা অভিযোগ অনুসারে, প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্য এক মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।”

শনিবার রাত ২টো নাগাদ এই ঘটনা ঘটে। যুবতীর কান্নার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে মেয়েটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করতে দেখা যায়। জানা গিয়েছে, মেয়েটির আওয়াজ শুনে আশেপাশের লোকজন তাঁকে উদ্ধার করে।
পুরো বিষয়টি তাজগঞ্জ থানায় অবস্থিত রিচ হোম স্টে হোটেলের। নির্যাতিতা যুবতী জানান, কিছুদিন তিনি হোটেলে থাকছিলেন। হোটেল মালিক ও কয়েকজন তাঁর আপত্তিকর ভিডিও তোলে। এর ভিত্তিতে তারা ব্ল্যাকমেল করত। তাঁকে মদ খেতে বাধ্য করে এবং তারপর গণধর্ষণ করে। চিৎকার শুনে কয়েকজন সেখানে পৌঁছান। রবি, জিতেন্দ্র, মণীশ-সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুবতী।
আরও পড়ুন:ধৌলি এক্সপ্রেসে আ.গুন আ.তঙ্ক! শালিমার থেকে পুরী যাওয়ার পথে বি.পত্তি










































































































































