উত্তর ২৪ পরগনার টিটাগড়ে শ্যুটআউট। দুষ্কৃতী হামলায় মৃত মাদক মামলায় জামিনে মুক্ত যুবক। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা গুলি চালাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম মহম্মদ হাসান,তিনি টিটাগড়ের উড়নপাড়ার বাসিন্দা। মাদক পাচার মামলায় জেলে থাকার পর কয়েকমাস আগেই জামিনে ছাড়া পান। স্থানীয়রা বলছেন এদিন সন্ধ্যায় হাসানের বাড়ির সামনে বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ব্যবসার কারণে বিবাদ নাকি ব্যক্তিগত শত্রুতা থেকেই এই ঘটনা তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ (Titagarh Police Station)।





































































































































