পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী আদায় হওয়া কেন্দ্রীয় করের ৪১ শতাংশ রাজ্যের প্রাপ্য। সেই শর্তেই কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করল ৫ হাজার ৪৮৮ কোটি টাকা।কেন্দ্রীয় সরকার কর বাবদ রাজ্যের প্রাপ্য অর্থের একাংশ বরাদ্দ করেছে।

মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Finance Ministry)। জানা গিয়েছে, দেশের সবকটি রাজ্যের জন্য মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে বাংলা কেন্দ্রীয় করের অংশ হিসাবে পেয়েছে ৫ হাজার ৪৮৮ কোটি টাকা। উত্তরপ্রদেশের জন্য বরাদ্দ হয়েছে ১৩ হাজার ৮৮ কোটি টাকা। যা রাজ্যগুলির প্রাপ্য অর্থের নিরিখে সর্বোচ্চ।
আরও পড়ুন- স্বস্তিতে শ্রীলঙ্কা বোর্ডের কর্তারা, ছাঁটাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফিরলেন ক্ষমতায়
উল্লেখ্য রাজ্যের আয়তন ও জনসংখ্যার উপরে বিচার করে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় কর বাবদ যে মোট আদায় হয় তার ৪১ শতাংশ অর্থ রাজ্যের পাওনা।


































































































































