জন্মদিনের উপহার খুলতেই ভয়াবহ বিষ্ফোরণ! মৃত ইউক্রেনের সেনা প্রধানের উপদেষ্টা

0
4

জন্মদিন উপলক্ষে উপহার এসেছিল বাড়িতে। আর সেই উপহার খুলতেই ভয়াবহ বিস্ফোরণ। জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন এভাবেই ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ইউক্রেনের সেনাপ্রধানের উপদেষ্টা মেজর জেন্নাদিই চাস্তিয়াকোভের। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালারি জালুঝনি।

ভ্যালারি জালুঝনির উপদেষ্টা ছিলেন মেজর জেন্নাদিই চাস্তিয়াকোভ। আসলে যুদ্ধই যার পেশা, জন্মদিনে উপহারও তিনি পেয়েছিলেন তেমনই। জন্মদিনের উপহার হিসেবে এক বাক্স গ্রেনেড পান চাস্তিয়াকোভ।তিনি সেটি হাতে নিয়ে ছেলেকে দেখাচ্ছিলেন। তারপর ছেলের থেকে দূরে গ্রেনেড বাক্সটি রাখার পর মুহূর্তেই সেটি বিস্ফোরিত হয়। চাস্তিয়াকোভের এক জুনিয়ার সেনাকর্মী এই গ্রেনেড উপহার দিয়েছিলেন বলে পুলিশ চিহ্নিত করেছে। আরও দুটি গ্রেনেড উপহার বাজেয়াপ্তও করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করে জেনারেল ভ্যালারি জালুঝনি বলেন, “আমার সহকারী ও ঘনিষ্ঠ বন্ধু মেজর জেন্নাদিই চাস্তিয়াকোভের জন্মদিনেই মৃত্যু হয়েছে।” তাঁর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ ইউক্রেনের সেনাবাহিনীও। উল্লেখ্য, ২০২২-এর ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে চাস্তিয়াকোভ ‘নিজেকে সম্পূর্ণভাবে দেশের জন্য উৎসর্গ করেছিলেন’ বলে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউক্রেনের সেনা প্রধান জেনারেল জালুঝনি। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে সেনাবাহিনীতে একটি বড় শূন্যতার সৃষ্টি হল।